অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, সময়ঃ ১০:৪০
আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি)বগুড়া:-
মরহুমা সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার উদ্যোগে মাসিক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ জানুয়ারি, শুক্রবার, বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।
আলোচনা সভায় চলমান শীত মৌসুমকে কেন্দ্র করে সংগঠনের বিভিন্ন মানবিক ও সাংগঠনিক কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর মানিক, মার্জান আহাত, মোঃ আইয়ুব আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক এ. এস. এম. রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, সদস্য মোঃ ফিরোজ হোসেনসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।