বকশীগঞ্জে বিএনপির নেতা কর্মীদের মাঝে ভোটার তালিকা বিতরণ


শাহ আলী বাচ্চু জামালপুর থেকে:-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় নেতা কর্মীদের মাঝে ভোটার তালিকা ও কেন্দ্র তালিকা হস্তান্তর করা হয়েছে।

 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে বুধবার ৭ জানুয়ারি  বিকালে বকশীগঞ্জের  ৭ টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এসব তালিকা হস্তান্তর করা হয়।

 

জামালপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষ থেকে ৭ টি ইউনিয়নের ৫৪ টি ভোট কেন্দ্রের জন্য ভোটার তালিকা ও কেন্দ্র কমিটির তালিকা প্রদান করা হয়।

 

কেন্দ্র কমিটি ও ভোটার তালিকা হস্তান্তরকালে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সিনিয়র সহসভাপতি হাসিবুল ইসলাম সঞ্জু, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব আবদুল কাইয়ুম, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা,ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন, নিলাখিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, বকশীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রউফ, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বুলাল সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এসময় সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে দলীয় সকল নেতাকর্মীদের  বলেন। 
 

 

 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।