অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, সময়ঃ ১১:২৭
পলাশবাড়(গাইবান্ধা)প্রতিনিধিঃ- গাইবান্ধার পলাশবাড়ি পৌরসভার জানুয়ারি মাসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ জানুয়ারী) পলাশবাড়ী পৌরসভা কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে পলাশবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপস্থিতি,কর্মকর্তাবৃন্দ এলাকার উন্নয়ন, নাগরিক সেবা (যেমন - স্যানিটেশন, অবকাঠামো), বাজেট, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভাকালীন সময়ে প্রশাসকের কর্মসম্পাদনের সহায়তা কমিটির সদস্যগণ উপস্থিতিতে নতুন সদস্যের আগমনে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। নতুন সদস্যরা হলেন-
প্রশাসকের কর্মসম্পাদনের সহায়তা কমিটির ৮ নং ওয়ার্ড সদস্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, এবং ২) পলাশবাড়ী পৌরসভার (অঃদাঃ) পৌর নির্বাহী কর্মকর্তা ও গাইবান্ধা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার।
উক্ত সভায় পলাশবাড়ী পৌরসভা অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।