বগুড়ায় আসছেন তারেক রহমান এলাকাজুড়ে উৎসবের আমেজ


এস এম দৌলত জেলা প্রতিনিধি বগুড়া:-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার (১১ জানুয়ারি) বগুড়ায় আসছেন। 

 

লন্ডনে প্রায় দেড় যুগ নির্বাসন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর। তার আগমনকে কেন্দ্র করে বগুড়াজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। তার আগমন উপলক্ষে বগুড়ায় চলছে সাজসজ্জার কাজ।
 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির প্রার্থী। পাশাপাশি তিনি ঢাকা-১৭ আসনেও প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 

বগুড়ার গাবতলী উপজেলায় অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি। উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসন থেকে বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রতিবারই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।
 

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালের পর এই প্রথম বগুড়া সফরে আসছেন তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়ায় যাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন। পরদিন (১২ জানুয়ারি) বগুড়া জেলা বিএনপির উদ্যোগে সদ্যপ্রয়াত দলীয় চেয়ারপারসনের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়া মাহফিলে অংশ নেবেন তিনি। 

 

পরে সড়কপথে রংপুরের উদ্দেশে যাত্রা করবেন এবং সেখানে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।
 

বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। রেজাউল করিম বাদশা বলেন, ১১ জানুয়ারি তারেক রহমানের বগুড়ায় আগমন নিশ্চিত। তবে তিনি কোথায় রাত্রিযাপন করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি আরও বলেন, শুধু বগুড়ার মানুষ নয়, আশপাশের কয়েক জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে এক নজর দেখতে আসবেন। ইতোমধ্যে জেলা বিএনপির দলীয় কার্যালয় সংস্কারের কাজ চলছে।
 

এদিকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, তারেক রহমানের আগমনের খবরে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

 

আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি। তিনি ১১ জানুয়ারি বগুড়ায় এসে রাত্রিযাপন করবেন এবং ১২ জানুয়ারি গণদোয়া মাহফিল শেষে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের জন্য রংপুরে যাবেন।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।