সরাইলে ভূমিদস্যূ জোরপূর্বক জমি দখলদারদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ রাকিবুর রহমান রকিব: ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইলে জোরপূর্বক জমি দখলদারদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীরা 


মঙ্গলবার (৬ জানুয়ারী) সকালে সরাইল সাংবাদিক পরিষদে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোঃ ইসমাইল চৌধুরী ,তিনি উপজেলার পানিশ্বর ইউনিয়নের সাখাইতি গ্রামের মৃত সায়েব আলী চৌধুরীর ছেলে।


লিখিত বক্তব্যে মোঃ ইসমাইল চৌধুরী বলেন আমাদের পৈতৄক সম্পত্তি নিয়ে গত ১৫/৪/২০১৫ ইং সাল হইতে মামলা চলমান আছে যা এখনো নিষ্পত্তি হয়নি। কিন্তু দুঃখের বিষয় হল আমার চাচাতো ভাই গোলাপ চৌধুরী গংরা আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক আমাদের জমি দখল করে কাজ চালিয়ে যাচ্ছে। যা সম্পূর্ণ বেআইনি ও আইনের পরিপন্থী। 

 

আমি বাঁধা দিলে তারা আমাদের মারধর করতে আসে এবং প্রাণনাশের হুমকি দেয়। আমি মোঃ ইসমাইল চৌধুরী ও আমার ভাই ইউসুফ চৌধুরী আমরা উভয় সৌদি প্রবাসী। আমি বর্তমানে বাড়িতেই বসবাস করছি কিন্তু আমাদেরকে নিরীহ ভেবে ভূমিদস্যু গোলাপ চৌধুরী গংরা আমাদের জমি জোরপূর্বক দখল করে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রহিয়াছে। 

 

আমি কিছুদিন আগে দেশে ছুটিতে আসলে তাদের মিথ্যা মামলার হয়রানি শিকার হয়ে সৌদিতে আর যেতে পারিনি। যার কারনে আমি মারাত্মকভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি। তিনি আরোও বলেন আমাদের সম্পত্তি ও আমার নিরাপত্তা চেয়ে গত ১৮/১২/২০২৫ ইং, বিজ্ঞ আদালতে একটি মোকদ্দমা করি। যাহা এখন বিচারাধীন রয়েছে।

 

আদালতে মামালাটি আমলে নিয়ে সরাইল থানা অফিসার ইনচার্জ কে আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেয়। কিন্তু ভূমিদস্যু গোলাপ গংরা বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে বিল্ডিং এর কাজ চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে সরাইল থানাধীন পানিশ্বর ইউনিয়নের সাখাইতি মৌজার নিম্নোক্ত দাগ গুলো বিএস খতিয়ান- ৪৭৫, বিএস- ১৫৭৭, বিএস খতিয়ান নং-৭৮৮,বিএস দাগ- ১৫৮১, বিএস- ১৫৮২,এস এ খতিয়ান ৪৮৪, বিএস খতিয়ান ৮১২, বিএস খতিয়ান ৭৮৭, বিএস দাগ ১৫৮৪, বিএস দাগ ১৫৮৫ তুলে ধরে বলেন আমি মোঃ ইসমাইল চৌধুরী আপনাদের মাধ্যমে ভূমিদস্যূদের হাত থেকে বাঁচতে প্রশাসন সহ এলাকার মাণ্যগন্য ব্যক্তিবর্গসহ সকলের কাছে ন্যায় বিচার প্রার্থনা। 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।