পলাশবাড়ীতে বিএনপি নেতা শিমুল সরকারের পদত্যাগ


পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতি থেকে পদত্যাগ করেছেন ৬নং বেতকাপা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ শিমুল সরকার।
 

শিমুল সরকার এক পদত্যাগপত্রে জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করেছেন।বর্তমানে তিনি ৬ নং বেতকাপা ইউনিয়ন বিএনপির সদস্য সচিবের দায়িত্বে ছিলেন।তবে পারিবারিক ও শারীরিক সমস্যার কারণে তিনি আর দলীয় দায়িত্ব পালন করতে সক্ষম নন।এ কারণে তিনি বিএনপির সকল পদ ও সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
 

তার পদত্যাগপত্রে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন, আজ থেকে বিএনপির সঙ্গে তার কোনো প্রকার সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক নেই। ভবিষ্যতে তিনি কেবলমাত্র একজন সাধারণ নাগরিক হিসেবেই পরিচিত থাকবেন।
 

এ পদত্যাগপত্রের অনুলিপি পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক, ৬নং বেতকাপা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।
 

এ বিষয়টি পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু আলা মওদুদ নিশ্চিত করেন।

 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।