নড়াইল-১ আসনে স্থগিত হওয়া দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা


উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে:--

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ৯৩ নড়াইল-১ আসনে স্থগিত হওয়া দুই প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী মো. মিল্টন মোল্যা এবং স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি. এম. নাগিব হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

 

 উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (৩ জানুয়ারি) বিকেলের দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম এ ঘোষণা দেন। এর আগে এদিন বেলা সাড়ে ১১ টায় দুই প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়।
 

নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম জানান,জাতীয় পার্টির প্রার্থী মো. মিল্টন মোল্যা, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি. এম. নাগিব হোসেনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছিলো। পরে মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থীদের প্রয়োজনীয় কাগজ দাখিল সাপেক্ষে তাদেরকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

 এছাড়া দাখিলকৃত মনোনয়নপত্র যথাযথ থাকায় নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
 

এদিকে নড়াইল-১ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল করা হয় এর মধ্যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, স্বতন্ত্র প্রার্থী সাকিব আল হাসান, লেফটেন্যান্ট কর্ণেল (অব:) মো. সাজ্জাদ হোসেন, এস এম সাজ্জাদ হোসেন, আসজাদুর রহমান মিঠু, উজ্জল মোল্যা, মাহফুজা বেগম, গাজী মাহবুয়ার রহমান ইমরান, সুকেশ সাহা আনন্দ, গাজী খালেদ আশরাফ মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
 

স্থগিত দুই প্রার্থীর মনোনয় বৈধ ঘোষণার পর  এ নিয়ে সংসদীয় ৯৩ নড়াইল-১ আসনে ১৫ জনের মধ্যে মোট ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। অন্যদিকে ও ৯৪ নড়াইল-২ আসনে ৯ জনের মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণার পর দুটি আসনে মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলো। এছাড়া নড়াইল-১ আসনের ১০ জন এবং নড়াইল-২ আসনে ৩ জনসহ মোট ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
 

উল্লেখ্য, নড়াইলের দুইটি আসনে মোট ২৫ জন মনোনয়পত্র নেন এর মধ্যে নির্ধারিত সময়ে নড়াইল-১ আসনে ১৫ জন প্রার্থী এবং নড়াইল-২ আসনে ৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।