অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৩ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৩:৪২
এসএম সিরাজ বগুড়া:- বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার সৎ ব্যবসায়ীদের আটক করে অসাধু ও দলীয় ব্যবসায়ীদের হাতে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছিলো।তারা সিন্ডিকেটের মাধ্যমে অধিক মুনাফার লোভে দ্রব্যমুল্যের দাম বৃদ্ধি করতো।
সাধারন জনগণ ফ্যাসিস্ট পতনের পর উন্মুক্ত পরিবেশে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে। সিন্ডিকেট না থাকার কারণে দ্রব্যমুল্যের দাম কমে গেছে। তিনি শুক্রবার ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন আই বি ডবিøউ এফ বগুড়া মহানগর শাখার দায়িত্বশীল সমাবেশে একথা বলেন।
সংগঠনের সভাপতি মাহফুজুল হকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি এরশাদুল বারী এরশাদ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সহ সাধারণ সম্পাদক মহারম, সহ সাধারণ সম্পাদক আব্দুল বাসেত, কায়েস, মাহবুব, শাহেদ, মাহবুব আলম প্রমুখ।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।