জামালপুর ৫ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা


শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে জামালপুর জেলার ৫টি সংসদীয় নির্বাচনী আসনে প্রাথমিক প্রার্থী তালিকা চুড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
 

সোমবার (৩ নভেম্বর) দিনব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠক শেষে এদিন সন্ধ্যায় প্রার্থী চুড়ান্ত হওয়া সংসদীয় আসনগুলোর তালিকা প্রকাশ করেন বিএনপি’র মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।
 

ওই তালিকা অনুযায়ী জামালপুর ৫টি সংসদীয় আসনে মনোনীত সম্ভাব্য প্রার্থীরা হলেন, জামালপুর -১ (দেওয়ানগঞ্জ-বকশিগন্জ ) আসনে  এম রশিদুজ্জামান মিল্লাত , জামালপুর -২ (ইসলামপুর) আসনে সুলতানা মাহমুদ বাবু, জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪  (সরিষাবাড়ী) আসনে ফরিদুল কবীর তালুকদার শামিম  ও জামালপুর-৫ (সদর) আসনে এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।