বিএনপির নেতা সালাউদ্দিন মাহতাবকে জরিয়ে ভুয়া কল রেকর্ড প্রচারণা


রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি::-সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন এর নব নির্বাচিত বিএনপির সভাপতি মোঃ সালাউদ্দিন মাহতাবকে জরিয়ে মিথ্যা কল রেকর্ড প্রচারণা করেছে একটি চক্র।

 

গত ৩০শে অক্টোবর সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাওছার মিয়ার উপর স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠে। 

 

এই অভিযোগকে কেন্দ্র করে গতকাল ৩রাই নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ ঘটনাকে কেন্দ্র করে ১৫লাখ টাকা চাঁদা দাবি এরকম একটি কল রেকর্ড ফাঁস হয়। 

 

তারি প্রেক্ষিতে সালাউদ্দিন মাহতাব বলেন যে এ দরনের কার্য কলাপ এ কখনও যুক্ত নয় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সাধারণ সৈনিক শহীদ জিয়ার আদর্শে নিজেকে গঠন করার চেষ্টা করি, আমাকে জড়িয়ে যে কল রেকর্ড ফেইসবুক এ ফাঁস হয়েছে সেটি একটি চক্রান্ত,একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করছে।

 

সালাউদ্দিন মাহতাব আরও বলেন আমি বিএনপির একজন কর্মী হিসেবে কিছু আওয়ামীলীগের দূষর আছে যারা বিএনপিকে সুসংগঠিত রাখতে চায়না বিএনপির নাম ক্ষুন্ন করার জন্য ঐ দুষ্কৃতিকারীরা আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি এর প্রতিকার চাই এবং দূষিদেরকে আইনের আওতায় এনে তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার দাবি করছি।


এবিষয়ে অভিযুক্ত শিক্ষকের বাবা মোঃ মুসলিম উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন তাদের কাছে সালাউদ্দিন মাহতাব বা অন্য কেউ টাকা দাবি করেনি। এমনকি কলরেকর্ডের ভয়েজটিও তার নয় বলে দাবি করেছেন তিনি।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।