দিনাজপুরের ৬টি আসনে বিএনপির প্রার্থী হলেন যারা


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলার ৬টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ অক্টোবর) ঘোষিত প্রার্থীদের তালিকায় দিনাজপুরের ৬ টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন যারা।

 

১️দিনাজপুর-১ আসনে (বীরগঞ্জ ও কাহারোল উপজেলা) প্রার্থী হয়েছেন মোঃ মনজুরুল ইসলাম।

 

২️ দিনাজপুর-২ আসনে (বোচাগঞ্জ ও বিরল উপজেলা) প্রার্থী মোঃ সাদিক রিয়াজ।

 

৩️ দিনাজপুর-৩ আসনে (দিনাজপুর সদর উপজেলা) প্রার্থী হয়েছেন বেগম খালেদা জিয়া।

 

৪️ দিনাজপুর-৪ আসনে (খানসামা ও চিরিরবন্দর উপজেলা) প্রার্থী মোঃ আক্তারুজ্জামান মিয়া।

 

৫️ দিনাজপুর-৫ আসনে (পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা) প্রার্থী ঘোষণা করা হয়নি (এখনও চূড়ান্ত হয়নি)।

 

৬️দিনাজপুর-৬ আসনে (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা) প্রার্থী হয়েছেন অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

 

বিএনপির স্থানীয় নেতারা জানান, কেন্দ্রীয়ভাবে ঘোষিত এই প্রার্থী তালিকা নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে খালেদা জিয়ার প্রার্থী হওয়াকে ঘিরে দিনাজপুর-৩ আসনে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।