সদর-৩ আসনে খালেদা জিয়ার প্রার্থী ঘোষণা,দিনাজপুরে জেলা বিএনপির আনন্দ মিছিল


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রার্থী হওয়ায় জেলা বিএনপির পক্ষ থেকে আজ সোমবার সন্ধ্যায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৩ অক্টোবর) রাতে বিএনপির জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্টি অফিসে এসে শেষ হয়।এতে জেলা, পৌর ও কোতোয়ালি বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল এবং (স্থগিতাদেশে থাকা) সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

মিছিল শেষে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর সদর আসনে প্রার্থী ঘোষণার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

 

জেলা বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ মিলিতভাবে বিপুল ভোটে বিজয় এনে খালেদা জিয়াকে জয়ের উপহার দেবেন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।