গোবিন্দগঞ্জে গণপিটুনিতে নিহত সেই ৩ চোরের পরিচয় মিলেছে



ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অপরাধে গণপিটুনিতে নিহত ৩ চোরের পরিচয় পাওয়া গেছে।
 

সোমবার (৩ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।নিহত গরুচোররা হলেন— বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামগাছা বুড়িগঞ্জ এলাকার আলেব্বর আলীর ছেলে কাউসার (৫০), উত্তরপাড়া সিহালী গ্রামের আক্কাস আলীর ছেলে বুলবুল (৩৮) ও দুপচাচিয়া গ্রামের সাহাপাড়া হেরুঞ্জ গ্রামের আব্দুল হাকিমের ছেলে শাহীনুর (৩১)।
 

এর আগে শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
 

এদিকে, রোববার (২ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রশিদুল বারী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতদের মরদেহ আজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । 

 

উল্লেখ্য, শনিবার (১ নভেম্বর) দিবাগত রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমান্তবর্তী মাজার এলাকার হেলালীপাড়ার আব্দুস সালামের বসতবাড়ির পাশে পাকা গোয়াল ঘরের দেওয়াল ভেঙে থেকে তিন গরু চুরি করে নিয়ে পিকআপে নিয়ে যাচ্ছিলেন ওই চোরেরা। 

 

এ সময় বাড়ির লোকজন চুরির বিষয়টি টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তখন সবাই মিলে লাঠিসোঁটা হাতে পিকআপের পেছনে তাদের ধাওয়া করলে তারা নাসিরাবাদ গ্রামের দিকে পালিয়ে যায়। সেখানে এলাকাবাসীর বাধার মুখে পিকআপ থেকে ৩ জন রাস্তার পাশে পুকুরে ঝাঁপ দিলেও গরুসহ পিকআপটি পালিয়ে যায়। 

 

এসময় উত্তেজিত জনতা ইট পাটকেল ছুঁড়ে তাদের পুকুর থেকে তুলে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুই চোর নিহত হন। অপর একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।