বগুড়া সদরের পাঁচবাড়ীয়ায় যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত শিক্ষক জোরপূর্বক যোগদানে শিক্ষার্থীদের মানববন্ধন


বগুড়া সদরের পাঁচবাড়ীয়া ইলাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্তকৃত শিক্ষক মোঃ এনামুল হক রাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীরের সহযোগিতায় বিদ্যালয়ে জোরপূর্বক যোগদানের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
 

রবিবার (২ নভেম্বর ২০২৫) দুপুর ২টা নাগাদ এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন,শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করে এমন শিক্ষককে কোনোভাবেই পুনরায় দায়িত্বে ফিরতে দেওয়া যাবে না। তাঁরা শিক্ষক এনামুল হকের স্থায়ীভাবে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 

মানববন্ধনে উপস্থিত অভিভাবকরা বলেন, শিক্ষক নামের এমন ব্যক্তির কারণে শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
 

বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শ্লোগান দেন— “নারী নির্যাতনকারী শিক্ষক চাই না”, “আমাদের নিরাপদ স্কুল পরিবেশ চাই” ইত্যাদি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।