ইন্দুরকানীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত


মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:
‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে শনিবার (১ নভেম্বর) সকালে এ কর্মসূচি পালিত হয়।

 

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রশাসক হাসান বিন মোহাম্মদ আলী।

 

ইন্দুরকানী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ ফায়জুল কবির তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ ওলিউর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ কামরুল আহসান, মোঃ মিজানুর রহমান তালুকদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে এম মামুনুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল আমিন সিকদার, মোঃ কামরুল ইসলাম প্রমুখ।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।