অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ নভেম্বার ২০২৫, সময়ঃ ০২:৩৫
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় (৩০ অক্টোবর) সকাল ৬টা থেকে (৩১ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা নির্ণয় করা হয়েছে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, রাতে দিনাজপুরসহ এর আশপাশের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী রবিবার থেকে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও তিনি জানান।
বৃষ্টি অব্যাহত থাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমে গেছে এবং ঠান্ডা হাওয়া অনুভূত হচ্ছে। ফলে শীতের পূর্বাভাস আগাম টের পাচ্ছে জেলার মানুষ।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।