সাইবার বুলিং ও অশ্লীল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধে


কুড়িগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম : ৩০ অক্টোবর
কুড়িগ্রাম জেলায় ক্রমবর্ধমান সাইবার বুলিং ও অশ্লীল সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ বন্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জুভেন্স রাইট নেট সামাজিক সংগঠন। 
 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজের হাতে  গুরুত্বপূর্ণ পাঁচটি দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন সামাজিক সংগঠন ‘জুভেন্স রাইট নেট’র কেন্দ্রীয় সভাপতি মুজাহিদ ইসলাম জয়। 

 

দাবিগুলো হলো: কুড়িগ্রাম জেলার সকল অশালীন ও মানহানিকর ফেসবুক পেজ ও আইডি তাৎক্ষণিকভাবে শনাক্ত ও বন্ধের উদ্যোগ গ্রহণ, এসব পেজ বা আইডি পরিচালনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ,জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সাইবার সচেতনতা কার্যক্রম ও সেমিনার আয়োজন করা, জেলা পর্যায়ে একটি সাইবার হেল্পডেস্ক বা হটলাইন চালু করে ভূক্তভোগীদের দ্রুত সহায়তা নিশ্চিত করা এবং স্থানীয় গণমাধ্যম, সংগঠন ও তরুণ স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সাইবার অপরাধ প্রতিরোধে প্রচার-প্রচারণা বৃদ্ধি করা।  
এসময় উপস্থিত ছিলেন- ‘জুভেন্স রাইট নেট’র  কেন্দ্রীয় সহ-সভাপতি আরাফাত হোসাইন, কুড়িগ্রাম  জেলা সভাপতি সাবিহা কবীর এবং সাধারণ সম্পাদক মাহিয়া জান্নাত রোজ প্রমূখ।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।