হিলিতে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হাকিমপুর হিলিতে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে শীতের আমেজ বেড়ে গেলেও ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ ও দিনমজুররা।

 

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়।

 

দীর্ঘ সময় বৃষ্টি চলায় হিলি বাজার, বাসস্ট্যান্ড ও বিভিন্ন সড়কে পানি জমে যায়। ফলে জনজীবনে সৃষ্টি হয়েছে কিছুটা স্থবিরতা।

 

হিলির স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, সকাল থেকে বৃষ্টি থামছেই না। কাজে যেতে পারছি না। এতে আমাদের মতো দিনমজুরদের কষ্ট হচ্ছে।

 

এদিকে, হিলি স্থলবন্দর এলাকাতেও বৃষ্টির কারণে পণ্য খালাস ও পরিবহনে কিছুটা ধীরগতি দেখা দিয়েছে। শ্রমিকরা ছাউনির নিচে আশ্রয় নিয়ে কাজ করছেন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।