পরকীয়া প্রেমের শাস্তি দেয়া হলো শুধু প্রবাসীর স্ত্রী'কে


পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ- গাইবান্ধার পলাশবাড়ীরতে  পরকিয়ার শাস্তি হিসেবে প্রবাসীর স্ত্রী'কে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।জানা যায়,উপজেলার ছোট ভগবানপুর গ্রামের দুদু মিয়ার ছেলে রাশিদুল ইসলামের সাদুল্লাপুর উপজেলার রামজীবন গ্রামের মৃত খাজু ব্যাপারীর কন্যা পারভীন বেগমের সাথে প্রায় ১৮ বছর আগে বিয়ে হয়।ঘর সংসার করাকালে তাদের ২ সন্তান জন্ম নেয়।
 
 রাশিদুল ৫ বছর আগে সৌদি আরব যান।ছোট ভগবানপুর গ্রামের আব্দুল গোফ্ফার মিয়ার ছেলে ফুটানী ১ সন্তানের জনক তুহিন মিয়া (৩০)'র পাশাপাশি বাড়ির হওয়ায় সৌদি প্রবাসীর স্ত্রীর এর সাথে পরকীয়ায় জড়িয়ে যায়। 
 
পরকীয়া প্রেমিক তুহিন বেশ কয়েকবার জনতারা ধৃত হলেও মোটা অংকের টাকার বিনিময়ে সেসব ঘটনা রফাদফা করে ফেলে।  
 
বিদেশ থেকে স্বামী বিকাশে টাকা পাঠায় সেই  টাকা তুলতে যাওয়ার সুবাধে উভয়ের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে।তুহিন পারভীনের নিকট থেকে ৪ লাখ টাকা ধার নেয় বলে পারভীন জানায়।
 
গতকাল গভীর রাতে পরকীয়া প্রেমিকার ঘর ঢুকে পড়লে স্থানীয়রা আটক করতে গেলে তুহিন কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়।ওই ঘটনায় গৃহবধূকে পরকীয়ার শাস্তি হিসাবে স্বামীর বাড়ি থেকে  তাড়িয়ে দেয়।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।