জামালপুরে এসিড মিশ্রিত পানি প্রাণ করে ৪ গরুর মৃত্যু,১৬ জন আটক।


শাহ্ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর;-জামালপুর সদর উপজেলা ইটাইল ইউনিয়নের মির্জাপুর এলাকায় পুরাতন ব্যাটারি গলানোর কারখানার এসিড মিশ্রিত পানি পান করে এক কৃষকের চারটি গরুর মারা গেছে।আরো ৮টি গরু গুরুতর অসুস্থ  অবস্থায় চিকিৎসা চলছে।২৮ অক্টোবর বুধবার এ ঘটনা ঘটলে  পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর গ্রামে দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা সংগ্রহ সহ ব্যাটারি মেরামত করে আসছিল।এলাকাবাসী একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।এলাকাবাসী জানান এতদিন প্রশাসন নীরব ছিলো।এতে ওই কারখানার বর্জ্য ও এসিড আশপাশের কৃষিজমি ও খালের পানিতে মিশে যায়।ফলে এলাকার পরিবেশ দূষিত হয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়।এলাকায় বসবাসরত লোকজন বলেন আমরা প্রশাসনের পাশাপাশি ছাড়াও উপজেলা কৃষিকর্মকর্তা কেউ অবগত করা হয়। তাতেও কোন কাজ হয়নি।
 
গরুর মালিক হেকমত আলীর ১২টি গরু ওই কারখানার গিয়ে এসিড মিশ্রিত ঘাস ও পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে।কিছুক্ষণের মধ্যেই  চারটি গরু মারা যায়। খবর পেয়ে 
 
স্থানীয়রা স্থানীয় লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে  গরুগুলো মৃত  অবস্থায় দেখতে পায়।অসুস্থ বাকি আটটি গরু বর্তমানে স্থানীয় পশুচিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন চলছে।
 
এলাকাবাসীর অভিযোগ, এই অবৈধ ব্যাটারি কারখানাটি দীর্ঘদিন ধরে সক্রিয় থাকলেও সংশ্লিষ্ট প্রশাসন রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করে গেছেন। তাদের অভিযোগ, কারখানার মালিক স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পায়নি।কারখানাটি থেকে নির্গত ধোঁয়া, দুর্গন্ধ ও রাসায়নিক পদার্থে এলাকাবাসী প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকিতে ভুগছে।
 
এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী কারখানা বন্ধের দাবিতে তৎক্ষণাৎ বিক্ষোভ মিছিল বের করেলে নরুন্দি  তদন্ত কেন্দ্রের  ইনচার্জ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৬ জনকে আটক করেছে।অবৈধভাবে ব্যাটারি পরিবেশ দূষণের অভিযোগে আইনানুগ ব্যবস্থা  গ্ৰহন করবেন বলে জানান ।
 
এদিকে,জামালপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ শরীফ আব্দুল বাসেত খবর পেয়েই তার মেডিক্যাল টিম নিয়ে  ঘটনাস্থল দ্রুত হাজির হন এবং  তিনি সাংবাদিকদের  জানান, এসিডযুক্ত ঘাস ও পানি খাওয়ার কারণেই গরুগুলোর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার ঢাকায় পাঠানো হবে  বলে  জানান । 
 
ক্ষতিগ্রস্ত গরুর মালিক জানান,প্রশাসন যেন  দ্রুত  অবৈধ ব্যাটারি কারখানা বন্ধ ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্ৰহনহহ  ক্ষতিপূরণের  দাবি জানিয়েছেন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।