চাঁদপুরে উদীচীর ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


নিজস্ব প্রতিবেদক:-আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে- কবিতার এই পক্তিমালাকে প্রতিপাদ্য করে চাঁদপুরে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৭তম  প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
 

বুধবার বিকালে জেলা সাহিত্য একাডেমী প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও সংগীত পরিবেশনোর মধ্য দিয়ে শুরু হয়।

 

পরে সাহিত্য একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেয় উদীচী শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ।
 

আলোচনা সভায় উদীচী জেলা কমিটির সহ-সভাপতি মনোতোষ সেন গুপ্ত তপনে সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় বক্তৃতা করেন উদ্বোধক অধ্যাপক দুলাল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার,বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান,জাকির হোসেন মিয়াজী, জাফর আহমেদ, গোপাল সাহা, অনিতা নন্দী, প্রশিকা সরকার, মৈত্রী দত্ত, প্রীতি সাহা,মনিরুজ্জামান বাবলু, মালিয়া ফারিন, মোখলেসুর রহমান, মতলবের বীর মুক্তিযোদ্ধা সুদাংসু সাহা, বলাই সাহা,শাহরাস্তির জাকির হোসেন ভুঁইয়া, কাজল চক্রবর্তী,হাজীগঞ্জের সানা উল্ল্যাহ পাটোয়ারী, নন্দিতা দাস।
 

আলোচনা সভায় বক্তারা বলেন,উদীচী প্রজন্মের পর প্রজন্মের কাছে সমাজে বৈষম্য ও  সাম্যবাদের বার্তা দিয়ে আসবে।শোষিত বঞ্চিত -লাঞ্ছিত মানুষের পাশে কাজ করছে উদীচী। 
 

আলোচনা সভা শেষে উদীচীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।