হিলিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে হাকিমপুর পৌর যুবদলের উদ্যোগে এ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হিলি বাজারস্থ বিএনপির কার্যালয় থেকে চারমাথা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়।

 

র‌্যালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), 

যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে অংশগ্রহণ করেন।

 

এ সময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে যুবদল প্রতিষ্ঠিত হয়েছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে। আজও সেই চেতনাকে ধারণ করে 

 

আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে রাজপথে আছি।

তারা আরও বলেন,গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের ভোটাধিকার রক্ষায় যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

 

দেশের প্রতিটি তরুণের মাঝে দেশপ্রেম জাগিয়ে তুলতে যুবদল কাজ করে যাচ্ছে।

 

র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দসহ শতাধিক নেতাকর্মী।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।