নাগেশ্বরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি রিনা বেগম আটক


সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম;-কুড়িগ্রামেয় নাগেশ্বরী উপজেলার  সন্তোষপুর ইউনিয়নের হিরারকুটি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০০ বোতল ইস্কাফসহ ১ জন মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করেছ নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম।সোমবার গ্রেফতারকৃতকে কুড়িগ্রাম জেল হাজতে  প্রেরণ করা হয়েছে ।মাদক কারবারি হলেন- নাগেশ্বরী উপজেলার হিরারকুটি এলাকার মোছাঃ রিনা বেগম (৩৫)।
 
গত রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা  সারে ৭ টার দিকে নাগেশ্বরীর  সন্তোষপুর ইউনিয়নের হিরারকুটি এলাকায় গ্রেফতারকৃত মাদক কারবারি মোছাঃ রিনা বেগম (৩৫) কে ৪০০ বোতল ইস্কাফ উদ্ধারসহ গ্রেফতার করা হয়। 
 
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন নাগেশ্বরীতে গ্রেফতারকৃত মাদক কারবারি রিনা বেগম এর নিজ বসতবাড়ি হতে  ৪০০ বোতল ইস্কাফ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম। উক্ত বিষয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু কহয়েছে ।তিনি আরো বলেন  কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।