পীরগঞ্জে সহযোগী মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি;-মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা বিনিময়ের

 উদ্দেশ্যে সোমবার রংপুর পীরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে সহযোগী মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সহযোগী মুক্তিযোদ্ধারা সামরিক ও বেসামরিক উভয়ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।তাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয়।তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের সভা আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।এতে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান,তফিল উদ্দীন,পীরগঞ্জের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীন রাজনীতিক রমজান আলী তালুকদার,রংপুর জেলা  সহোযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি জয়নাল আবেদীন,পীরগঞ্জ উপজেলা সহযোগী মুক্তিযোদ্ধা প্রফেসর নুরুন্নবী সরকার, সামসুল আলম বাবু,সরওয়ার জাহান, ফাত্তাউজ্জামান, সাজু মিয়া প্রমুখ।

 

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা ও বর্তমান প্রজন্মের করণীয় বিষয়ে আলোচনা হয়। শেষে দেশ ও জাতির অগ্রগতি এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

 
মোঃ আকতারুজ্জামান রানা


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।