পলাশবাড়ির প্রফেসরপাড়ার তিন কৃতি সন্তানের পদোন্নতি


পলাশবাড়ী(গাইবান্ধা)সংবাদদাতাঃ-গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার প্রফেসরপাড়ার তিন কৃতি সন্তান একসঙ্গে পদোন্নতি পেয়ে আবারও তাদের মেধা ও কর্মদক্ষতার পরিচয় রেখেছেন ও এলাকার গৌরব বৃদ্ধি করেছেন।
 
প্রফেসরপাড়ার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অরজিৎ সরকার (অব.)এর পুত্র ডা. দেবাশীষ সরকার গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে সহযোগী অধ্যাপক (Associate Professor) পদে পদোন্নতি পেয়েছেন।
 
একই পাড়ার আরেক কৃতি সন্তান, সাবেক চেয়ারম্যান মৃত. মতলুবর রহমান নান্নু-র কন্যা ডা. নাসরিন নিগার (সুমনা) KYMCH-এর Gynae & Obs বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন।
 
এছাড়া, অধ্যাপক আব্দুস সামাদ (অব.)-এর কন্যা ডা. সামসুন নাহার (সুমি) MH-এর Neuroscience বিভাগে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হয়েছেন।
 
তিনজনের এই সাফল্যে প্রফেসরপাড়া ও সমগ্র পলাশবাড়ি গর্বিত।
স্থানীয়রা তাঁদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আরও সাফল্যের ধারাবাহিকতা কামনা করেছেন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।