গুচ্ছগ্রামে নারীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় হাত-দাঁত ভেঙে দিল স্বামীর


 ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা:-  গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মজনু শেখের স্ত্রীকে প্রায়ই কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এতে রাজি না হওয়ায় মজনু শেখের হাত ও দাঁত কুপিয়ে ভেঙে দিয়েছে আশরাফ আলী নামের এক ব্যক্তি।

রোববার (২৬ অক্টোবর) সকালের দিকে স্বজনরা আহত মজনু শেখকে (৬০) উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।এখন যখমের যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি।খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার রসুলপুর ইউনিয়নের বড় দাউদপুর গ্রামের সাতঘড়িপাড়ার আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে স্ত্রীকে নিয়ে মজনু শেখ বসবাস করে আসছেন। তিনি ক্ষুদ্র ভাঙারি ব্যবসার কারণে ঢাকায় যাওয়া আসা করেন।

এরই একপর্যায়ে মজনু শেখ ঢাকা থাকার সুযোগে ওই আশ্রয়ণের পাশের বাড়ির বাবুর আলীর ছেলে আশরাফ আলী প্রায়ই মজনুর স্ত্রীকে কুপ্রস্তাব দিতে থাকেন।এতে রাজি না হয়ে সম্প্রতি ঢাকাফেরত মজনুকে বিষয়টি অবগত করেন স্ত্রী (৫৫)।এরই জেরে শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে আশরাফ আলী গংরা ওই আশ্রয়ণে হামলা চালিয়ে মজনু ও তার স্ত্রীকে মারধর করেন।তারপর এ দম্পতিকে টেনে-হেঁচরে বাড়িতে নিয়ে অবরুদ্ধ করে রাখেন হামলাকারীরা। সেখানে আবারও লোহার রড দিয়ে পিটিয়ে মজনুর বাম হাত ও একটি দাঁত ভেঙে দেওয়া হয়।এসময় মজনুকে বাঁচাতে চেষ্টা করলে তার স্ত্রীকেও মারধর করে শ্লীলতাহানি করেছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ভুক্তভোগী মজনু শেখ বলেন, আশরাফ আলী গংরা হামলা করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে আমাকে হত্যার চেষ্টা করেছে।এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত আশরাফ আলির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।তবে তার স্বজনরা জানায়,মজনুর স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার কথাটি বানোয়াট। তবে যাতায়াতের রাস্তা নিয়ে কিছুটা ঝামেলা হয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ওই আশ্রয়ণের দম্পতিকে মারধরের ঘটনাটি জানা নেই।এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্ত করে দেখা হবে।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।