ভোলায় নিষেধাজ্ঞার শেষে প্রথম দিনেই চক্কা মেরেছে জাহাঙ্গীর মাঝি


ইয়ামিন হোসেন:-ভোলার মেঘনা নদীতে জাহাঙ্গীর মাঝির জালে ধরা পড়েছে বিশাল আকারের এক বাঘাইড় মাছ।  
আজ ২৬শে অক্টোবর মেঘনা নদীতে জাল পাতলে হঠাৎ বড় আকাড়ে শব্দ করলে দ্রুত জাল টেনে দেখেন বাঘাইড় মাছটি বন্দী হয়েছে। 
 
অন্য সহযোগীদের সাথে নিয়ে মাছটি নৌকায় তুলে নিয়ে আসেন ইলিশাঘাটের ইমন মাঝির বাক্সেতে।  সেখানে ওজনে ২০ কেজি হয় এবং প্রতি কেজি ১ হাজার টাকা মূল্য ২০ হাজার টাকা বিক্রি করেন জাহাঙ্গীর মাঝি। 
 
দীর্ঘ ২২ দিন নিষিদ্ধ সময় শেষে প্রথম দিনেই এমন একটি মাছ পেয়ে আনন্দিত জেলে জাহাঙ্গীর মাঝি। 
 
ক্রেতা ঈমন মাঝি বলেন, লাভের আশায় মাছটি ক্রয় করেছি।  সামান্য লাভ হলেই ছেড়ে দিবো।  এখানে বিক্রি না হলে মুন্সিগঞ্জের মাওয়াঘাটে পাঠাবো। 
 
জেলা মৎস্য কমকর্তা ইকবাল হোসেন বলেন, এ মাছটি সব সময় পাওয়া যায়না তবে যিনি পেয়েছে তার ভাগ্য ভাল। 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।