ভোলায় হকারদের আগুণে পুড়লো সরকারী তিনটি গাড়ী


ভোলা প্রতিনিধি:-ভোলার শহরের প্রাণকেন্দ্র নতুন বাজার পৌর সভার গাড়িতে আগুন ধরিয়ে দেন শহরের অবৈধ দখলদাররা।আজ শনিবার ২৫ অক্টোবর বিকালে পৌর কর্তৃপক্ষের অবৈধ উচ্ছেদ অভিযানের শেষে বর্জ পরিস্কার  কালে এ ঘটনা ঘটে। 
 
অভিযান পরিচালনার শেষে বর্জ সরানোর গাড়ি আসলে অবৈধভাবে পৌরসভার ফুটপাত দখল কারীরা ক্ষুব্ধ হয়।পরে দখল কারীরা পৌরসভার বর্জ পরিবহনের তিনটি গাড়িতে আগুন লাগিয়ে দিলে গাড়ি তিনটি দাউ দাউ করে পুড়তে থাকে।পরে ভোলা ফায়ার সার্বিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এত সময়ে গাড়ি তিনটি এক তৃতীয়াংশ পুরে যায় বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। 
 
এ ঘটনায পুরো শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এই অগ্নিসংযোগের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি।ভোলা পৌরসভার  প্রশাসক মোঃ মিজানুর রহমান জানান, মডেল মসজিদ ও তার আশপাশের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছিল গতকাল থেকে।আজ অভিযান শেষে বর্জ পরিস্কার করতে আমাদের তিনটি গাড়ি সেখানে ছিলো, গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় বিক্ষুব্ধরা।সিসি টিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।