অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ অক্টবার ২০২৫, সময়ঃ ০২:৩৩
মোকছেদুল মমিন মোয়াজ্জেম, দিনাজপুর প্রতিবেদক:-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধারা আমাদের সবচেয়ে গর্বের ধন। মুক্তিযোদ্ধারা না থাকলে এ দেশ স্বাধীন হতো না। কাজেই তাদের যথাযোগ্য সম্মান ও মর্যাদা দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হিলি সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন ৭১ এর মুক্তিযুদ্ধের ঘোষক। দেশ এবং দেশের মানুষের জন্য তিনি যুদ্ধ করেছিলেন। আমরা আজ স্বাধীন দেশে বসবাস করছি—এটি মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সাহসের ফল। ৫২’র ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১ এর মুক্তিযুদ্ধ এবং ২৪ এর গণঅভ্যুত্থান সবই আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়, যা ভুলে গেলে চলবে না। যারা মুক্তিযোদ্ধাদের ভুলে গেছে, তাদের উচিত দেশের প্রকৃত ইতিহাস জানা। কারণ মুক্তিযোদ্ধারা শুধু দেশ স্বাধীন করেননি, তারা জাতির মর্যাদাকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন।তিনি আরও বলেন, বিএনপি সবসময় মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আমরা চাই, বীর মুক্তিযোদ্ধারা যেন প্রাপ্য সম্মান পান।
সভায় উপস্থিত মুক্তিযোদ্ধারা ডা. জাহিদ হোসেনের বক্তব্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং হাকিমপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।