হিলি সীমান্ত দিয়ে ভারতে ঢোকার সময় বিজিবি'র হাতে আটক তৃতীয় লিঙ্গের সোহানা


 

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় মোছাঃ সোহানা (২৬) নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

 

বুধবার (২২ অক্টোবর) রাতে হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের উত্তর বাসুদেবপুর এলাকা থেকে হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

 

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে বিজিবি সূত্রে জানা যায়, আটক সোহানা গাজীপুর জেলার জয়দেবপুর সদরের মিজান মিয়ার মেয়ে। দালালের মাধ্যমে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের উদ্দেশ্যে সে হিলি রেলওয়ে স্টেশন এলাকায় আসে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

 

হিলি সিপি বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুস সাত্তার বলেন, আমার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টহলদল সীমান্তের মেইন পিলার ২৮৫/৩-এস থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে সোহানাকে আটক করি।

 

তিনি আরও জানান, এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি এক হাজার টাকার নোট, দুটি পাঁচশ টাকার নোট, দুটি ভারতীয় পাঁচশ টাকার নোট এবং একটি মোবাইল চার্জার জব্দ করা হয়।

পরবর্তীতে আটক সোহানাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।