বিরামপুরে এন্টিবায়োটিকের অপব‍্যবহার বিষয়ক সচেতনতামূলক সেমিনার


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের বিরামপুরে শিক্ষার্থীদের নিয়ে এন্টিবায়োটিক জাতীয় ঔষধের অপব্যবহার বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় “সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট‍্যান্স প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সেমিনার ও বই বিতরণ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহরিয়ার পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এবং বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল।

 

সেমিনারে বক্তারা বলেন, দেশে দিন দিন এন্টিবায়োটিক জাতীয় ঔষধের অপব্যবহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রামাঞ্চলের ফার্মেসি থেকে অনিয়ন্ত্রিতভাবে এন্টিবায়োটিক সেবনের ফলে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছে এবং এসব ঔষধের কার্যকারিতা কমে যাচ্ছে।

 

বক্তারা আরও বলেন, চিকিৎসকের পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়া কখনোই এন্টিবায়োটিক সেবন করা উচিত নয়। পাশাপাশি শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়, তারা যেন নিজ পরিবার ও আশপাশের মানুষকে এন্টিবায়োটিকের অপব্যবহার সম্পর্কে সচেতন করে তোলেন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।