সাদুল্লাপুরে পরকীয়ার বলি স্বামী


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-মরদেহ দাফনের জন্য গাইবান্ধার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর ঘটনা ফাঁস হয়। ইকবালের সাত বছরের মেয়ে লিমা হত্যাকাণ্ডের ঘটনাটি পরিবারের কাছে প্রকাশ করে।

 

পুলিশ জানায়, খবর পেয়ে বুধবার (২২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের স্কুলের বাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত হ্যাপি আক্তারকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ ও নিহত ইকবালের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে ইকবালের সঙ্গে হ্যাপির বিয়ে হয়। তারা দুজনে নারায়ণগঞ্জ রুপগঞ্জের কাচপুর এলাকায় ‘তামান্না গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তাদের লিমা নামে সাত বছরের এক কন্যা সন্তান রয়েছে।

স্বজনরা অভিযোগ করেছেন, হ্যাপি কাচপুর এলাকার টেইলার্স কর্মী রুবেল মিয়ার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। গত ২০ অক্টোবর রাতে ভাড়া বাসায় ইকবাল ঘুমন্ত অবস্থায় স্ত্রীর সঙ্গে তার প্রেমিককে হাতেনাতে ধরেন। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর ঘটনার রাতেই হ্যাপি ও রুবেল মিলে ইকবালকে হত্যা করেন।

 

পরদিন মঙ্গলবার সকালে হ্যাপি স্বামীর মরদেহ নিয়ে গ্রামের উদ্দেশে রওনা দেন। গভীর রাতে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর ঘটনাটি মেয়ে লিমা ইকবালের পরিবারকে জানায়। পরে মরদেহে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পায় স্বজনরা।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।