বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত


বগুড়া প্রতিনিধি :-তিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু কেউই পথের বলি হয়ে মরতে চায় না। নিরাপদ সড়ক সবার অধিকার, সবার দাবি। এ দাবির ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও সারাদেশে পালিত হয়েছে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’।


‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২২ অক্টোবর) বগুড়ায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে শহরের সাতমাথায় পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ বগুড়া-এর আয়োজনে এবং স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট-এর সহযোগিতায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বিশ্বব্যাপী মৃত্যুর পাশাপাশি অক্ষমতার অন্যতম প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। বাংলাদেশেও সড়ক দুর্ঘটনা প্রতিদিন অসংখ্য প্রাণহানি ও পঙ্গুত্বের কারণ হয়ে দাঁড়িয়েছে, যা দেশের জনস্বাস্থ্য ও অর্থনীতির ওপর এক গুরুতর বোঝা সৃষ্টি করছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সারাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩,৭৪১ জনের; এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১,২০২ জন, যা মোট মৃত্যুর ৩২ শতাংশেরও বেশি।


মানববন্ধনে সভাপতিত্ব করেন পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ, বগুড়ার আহবায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক (পিপি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২, বগুড়া)। তিনি বলেন, দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা মানুষের অমূল্য জীবন ছিনিয়ে নিচ্ছে। দুর্ঘটনার প্রধান কারণ হলো বেপরোয়া গতি, অবৈধ যানবাহন চলাচল এবং সড়কের খারাপ অবস্থা। দুর্ঘটনা রোধে চালক, পথচারী ও যাত্রী—সবার সচেতনতা জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চললেই সড়কে মৃত্যুহার অনেকাংশে কমানো সম্ভব। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন ও জনগণের যৌথ উদ্যোগ অপরিহার্য।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বপ্নের নির্বাহী পরিচালক মোঃ জিয়াউর রহমান, পিইউপি এর প্রধান সমন্বয়কারী শেখ মোহাম্মদ আবু হাসানাত, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম এবং পেসডের নির্বাহী পরিচালক রোমমানা খাতুন।


জিয়াউর রহমান বলেন, নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে চলা ব্যাটারিচালিত রিকশা ভুল লেন ও হঠাৎ গতি পরিবর্তনের মাধ্যমে সড়ক নিরাপত্তার বড় ঝুঁকি সৃষ্টি করছে। অবৈধভাবে চলাচলকারী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি। পাশাপাশি, চালকদের প্রশিক্ষণ, সড়কব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করলে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস করা সম্ভব।


আবু হাসানাত বলেন, বাংলাদেশে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হলো মোটরযানের অতিরিক্ত গতি এবং মোটরসাইকেলের অনিয়ন্ত্রিত চলাচল। দ্রুতগতির কারণে দুর্ঘটনা ঘটলে আঘাতের মাত্রাও অত্যধিক হয়। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সবার সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।


খোরশেদ আলম বলেন, সড়ক দুর্ঘটনার চিত্র ভয়াবহ। স্বজন হারা মানুষের আহাজারি, পিতৃহারা সন্তানের আকুতি আর যেন কোনো সন্তানকে এতিম হতে না হয়। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং প্রত্যেক চালক, পথচারী ও নাগরিকের দায়িত্বশীল আচরণই পারে নিরাপদ সড়ক নিশ্চিত করতে।


রোমমানা খাতুন বলেন, সড়ক দুর্ঘটনা আজ আমাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে একটি জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত। নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবার দায়িত্বশীলতা, সচেতনতা এবং আইন মেনে চলা অপরিহার্য।


সমাবেশে বক্তারা সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়নের জোর দাবি জানান।


মেন্টর শেখ আবু রাহাত মোঃ মাসরুকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে মথুরা সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক জাহেদুর রহমান জাহিদ, অ্যাডভোকেট দস্তগীর, পিইউপি এর প্রশাসনিক কর্মকর্তা আবুল হাসনাত খসরু, আমেনা বেগম, পিআইজি এর সদস্য আজাহার আলী, সাংবাদিক তাহেরা জামান লিপি, পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপের সদস্যবৃন্দ, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।