অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ অক্টবার ২০২৫, সময়ঃ ০৫:০৭
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো দিনাজপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫।
আজ বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। জেলা বিআরটিএর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, পরিবহন মালিক, শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারী উভয়ের সচেতনতা বাড়াতে হবে। মানসম্মত হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ গতি বজায় রাখলে সড়কে প্রাণহানি ও সম্পদের ক্ষতি অনেকটাই কমে আসবে।
সবশেষে অংশগ্রহণকারীদের মধ্যে নিরাপদ সড়ক আন্দোলনের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ সড়ক গড়ার আহ্বান জানান।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।