ইন্দুরকানীতে ওপেন হাউজ ডে পালিত


মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি :-পিরোজপুরের ইন্দুরকানীতে পুলিশ ও জনসাধারণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। 
 
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ইন্দুরকানী থানা সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাড়েরহাট ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক হাওলাদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, বালিপাড়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল তালুকদার, চণ্ডিপুর ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, সদর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ করিম, রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো.শাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার ডাকুয়া, ছাত্রদলের আহ্বায়ক আল আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা, এবং মাহাবুব আলম হিরু খান প্রমুখ। 
 
সভায় পুলিশ ও জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদার, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যকর পদক্ষেপ গ্রহণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। 
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।