যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপ বিদ্যূৎ কেন্দ্রের সব ইউনিটি বন্ধ


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যৎ কেন্দ্রের তিনটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন একেবারে বন্ধ হয়ে গেছে।

 

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,বড়পুকুরিয়া তাপ বিদ্যূৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী  মো.আবু বকরকর সিদ্দিক

তিনি জানান,গত বৃহস্পতিবার ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটির গভর্নর ভাল্ব  স্টিম সেন্সরেরর চারটি টারবাইন নষ্ট হয়ে যাবার কারণে কেন্দ্রের তৃতীয় ইউনিট থেকে বিদ্যৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। 
 

আবার সচল ১নং ইউনিটটিও গতকাল রোববার রাত সাড়ে ৮ টার দিকে বন্ধ হয়ে গেছে।

 

তিনি আরও বলেন,বিকল হয়ে যাওয়া ইউনিটগুলো মেরামতের কাজ দ্রত গতিতে চলছে। আশা করছি বিকল যন্ত্রাংশ ঠিক করে পূনরায় উৎপাদন করে সরবরাহ করতে পারবো।

 

জানা যায়, প্রতিদিন ১নং ইউনিটে ৫০ ও ৩নং ইউনিটটি থেকে ১৬০ থেকে ১৬৫ মেগাওয়াট বিদ্যূৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। ২নং ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে। 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।