যে কোনো ষড়যন্ত্র জনগণের ঐক্যের সামনে ভেসে যাবে: ডা.জাহিদ হোসেন


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ৩১ দফার কর্মসূচির আলোকে জনগণকে সম্পৃক্ত করে জাতীয় ঐক্য গড়ে তোলা হচ্ছে। 

 

যে কোনো ষড়যন্ত্র জনগণের ঐক্যের সামনে ভেসে যাবে। কোনো অবস্থাতেই ষড়যন্ত্রকারীরা জয়লাভ করতে পারবে না। তিনি বলেন, আমাদের ঐক্যের মাধ্যমেই কাঙ্ক্ষিত ফলাফল, ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।

 

রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরে স্থানীয় সুধী সমাজ, ব্যবসায়ী, শ্রমজীবী ও নারী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ডা. জাহিদ হোসেন বলেন, শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে যাননি, তিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন। আজ যারা ইতিহাস বিকৃতি করে অপপ্রচার চালাচ্ছে, তাদের নিজেদের ইতিহাস-ঐতিহ্য কী সেটা আগে জানা উচিত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে বিএনপি কখনো আপস করেনি, করবেও না। বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছে।

 

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একটি মহল নির্বাচনকে প্রলম্বিত করতে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে। তারা জনগণের কাছে যেতে ভয় পায়। এ কারণেই নানাভাবে নির্বাচন বানচালের পাঁয়তারা চলছে। তবে আমরা স্পষ্টভাবে বলতে চাই। আল্লাহ ছাড়া কারও সাধ্য নেই বাংলাদেশে নির্বাচন বন্ধ করার।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, পৌর যুবদলের সদস্যসচিব সজীব কবির, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম রব্বানী, ছাত্রদলের আহ্বায়ক রকি আহমেদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

 

আলোচনা শেষে ডা. জাহিদ হোসেন পৌর শহরের ৫নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী ও ৬নং ওয়ার্ডের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষের সঙ্গে মতবিনিময় করেন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।