সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:- যিনি নেতৃত্ব দেন তাকেই বলা হয় নেতা।নেতার কাজ হচ্ছে উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য কর্মীদের উৎসাহিত ও পরিচালনা করা।কিথ ডেভিসের মতে,নেতৃত্ব হলো মানুষের এমন এক ধরনের ক্ষমতা বা গুণ,যা অন্যদের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে উৎসাহিত করতে পারে।
নেতৃত্ব গুণ হলো মানুষের সহজাত প্রবৃত্তি বা জন্মগত।আর নেতৃত্বকে শাণিত করে প্রখর ব্যক্তিত্ব,শিক্ষা ও অভিজ্ঞতা,সাহস ও সততা,পরিশ্রম ও সহনশীলতা,দায়িত্বশীলতা ও সহযোগিতা,সাংগঠনিক দক্ষতা এবং মানবিক সম্পর্ক অনুধাবন।এই সবগুলো গুণের সমন্বয়ক হচ্ছেন কুড়িগ্রাম জেলার আশা-আকাক্সক্ষার বাতিঘর আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ৷কুড়িগ্রাম- ২(রাজারহাট,ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদর)আসনের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জনপ্রিয়,কর্মীবান্ধব ও তৃণমূলনির্ভর নেতা হিসেবে ব্যাপকভাবে পরিচিতি পেয়েছেন আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তিনি ছাত্র জীবন থেকে রাজনীতি ও সমাজসেবায় নিবেদিত রয়েছেন।
সোহেল রাজনীতিকে দেখেন জনসেবার মহৎ প্ল্যাটফর্ম হিসেবে।তিনি বিশ্বাস করেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের মূল ভিত্তি হলো স্বচ্ছ নেতৃত্ব ও মানবিক রাজনীতি।এই বিশ্বাস থেকেই তিনি রাজপথে দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখে দলের নেতৃত্বের আস্থা অর্জন করেছেন।তৃণমূল পর্যায়ে তাঁরঅগণিত অনুসারী ও শুভাকাঙ্ক্ষী রয়েছে, যারা তাঁকে একজন নির্লোভ ও নিবেদিত নেতা হিসেবে দেখেন।রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ একজন সফল সংগঠক ও সমাজসেবক।তিনি বর্তমান কুড়িগ্রাম জেলা বিএনপি'র সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।তাঁর উদ্যোগে এলাকায় অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রমে পৃষ্ঠপোষকতা এবং সমাজকল্যাণে নানাবিধ সেবামূলক কাজ বাস্তবায়িত হয়েছে।
ফলে তিনি কেবল রাজনৈতিক নয়,সমাজের সর্বস্তরের মানুষের কাছেও একজন নির্ভরযোগ্য বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেছেন।কুড়িগ্রাম জেলার তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মতে,সোহেল সৎ,ত্যাগী ও জনগণের কাছে জবাবদিহিমূলক রাজনীতির প্রতীক। তিনিই কুড়িগ্রাম -২ আসনে জনগণের প্রকৃত প্রতিনিধি হতে পারেন।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তাঁর জনপ্রিয়তা, তৃণমূলের যোগাযোগ এবং সংগঠনভিত্তিক কাজ তাঁকে কুড়িগ্রাম -২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে।