অফিস ডেস্ক
পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি:-গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের নয়ামিয়া ঘাট এলাকায় নির্মিত ব্রীজটি সম্পূর্ণ হলেও, কিছুস্বার্থান্বেষী মহলের কারণে সাধারণ মানুষের জন্য এটি এখনও উন্মুক্ত করা হয়নি। ফলে প্রায় এক লক্ষ মানুষের দৈনন্দিন যাতায়াতে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের দাবির পর নয়ামিয়া ঘাটে একটি স্থায়ী ব্রীজ নির্মাণের কাজ সম্পন্ন হয়।এই ব্রীজটি চালু হলে কামালের পাড়া, ভরতখালী,গজারিয়া, রসুলপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ সহজে উপজেলা ও জেলা শহরে চলাচল করতে পারবে।কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের স্বার্থ রক্ষায় ব্রীজের সংযোগ সড়ক বাধাগ্রস্ত করে রাখায় এলাকাবাসীর সেই স্বপ্ন পূরণ হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, “ব্রীজটা সম্পূর্ণ শেষ হলেও আমরা সেটি ব্যবহার করতে পারছি না। বাচ্চাদের স্কুলে নেওয়া, অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া—সবক্ষেত্রেই দুর্ভোগ পোহাতে হচ্ছে।”
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী বলেন, “এই ব্রীজটি খুলে দিলে আমাদের চলাচলের কষ্ট অনেকটা লাঘব হবে।”
এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ব্রীজটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ ও সচেতন মহল।
নয়ামিয়া ঘাটের এই ব্রীজটি এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। তাই প্রশাসনের কার্যকর হস্তক্ষেপের মাধ্যমে ব্রীজটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা এখন সময়ের দাবি।