কমবে বৃষ্টি,ভ্যাপসা গরম বাড়বে

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৩:৫২
photo

৭১ ভিশন ডেস্ক:-  মৌসুমি বায়ুর সক্রিয়তা কমেছে। এ অবস্থায় মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে সারা দেশে বৃষ্টি অনেকটাই কমতে পারে।বৃষ্টি কমতে পারে উজানে ভারতের অংশেও। এতে নদ-নদীর পানি কমে উত্তরাঞ্চলীয় জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।পাশাপাশি ভ্যাপসা গরম বাড়তে পারে।

 

সোমবার (৬ অক্টোবর) উত্তরাঞ্চলের নদী অববাহিকার বন্যা সম্পর্কিত এক বিশেষ বার্তায় পাউবো জানিয়েছে, গত ৪-৬ অক্টোবর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগ ও সংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি দ্রুত বেড়েছে।

এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

 

সোমবার সন্ধ্যা ৬টায় তিস্তার পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে তিস্তার পানি বিপৎসীমার ওপরে থাকলেও সামগ্রিকভাবে উত্তরের নদ-নদীর পানি কমছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 

 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) পর্যন্ত তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে উত্তরের বন্যা পরিস্থিতিরও উন্নতি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,সোমবার থেকে উত্তরাঞ্চলসহ সারা দেশেই বৃষ্টি ক্রমান্বয়ে কমতে পারে।

 

এক পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে মঙ্গলবার।সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।শুক্রবার (১০ অক্টোবর) থেকে সারা দেশে বৃষ্টি আরও কমতে পারে।

 

শেয়ার করুন