অফিস ডেস্ক
৭১ ভিশন ডেক্স:- ফাইনাল এখনও নিশ্চিত হয়নি, এমন এক ম্যাচে ৪ পরিবর্তন; বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বড় একটা চমকই দিয়েছে ভারতের বিপক্ষে। তবে এই দল নিয়ে শেষমেশ জেতা হয়নি।
ভারতের ছুঁড়ে দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে বাংলাদেশ তাদের ইনিংস শেষ করেছে ১২৭ রানে। সাইফ হাসানের ৬৯ রানের দারুণ লড়াইয়ের পরও দলকে তাই হারতে হয়েছে ৪১ রানের বিশাল ব্যবধানে। আর তাতেই শ্রীলঙ্কার বিদায়ঘণ্টা বেজে গেছে, সবার আগে ফাইনালে চলে গেছে ভারত।
চোটের কারণে এদিন মাঠে নামতে পারেননি নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার জায়গায় টস করতে আসেন জাকের আলী। তার টস ভাগ্যও ছিল বেশ ভালো। টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ।
Advertisement
তবে ভারতের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনার অভিষেক শর্মা ৩৭ বলে করেন ৭৫ রান। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। শুবমান গিল করেন ১৯ বলে ২৯। অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারেই ভারতের রান ছিল ৭২।
পরে রিশাদ হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিছুটা থামে ভারত। তিনি ২৭ রানে নেন ২ উইকেট। মোস্তাফিজ, তানজিম ও সাইফউদ্দিন নেন একটি করে উইকেট। শেষ দিকে হার্দিক পান্ডিয়া ২৯ বলে ৩৮ রান করে ভারতের স্কোর দাঁড় করান ১৬৮/৬।
পরের ইনিংসে লড়াইটা ছিল সাইফ হাসানের সঙ্গে ভারতের। বাকিদের কেউই যে দাঁড়াতেই পারেননি! দ্বিতীয় ওভারে যশপ্রীত বুমরার বলে ফিরেছেন তানজিদ হাসান।
এরপর একপ্রান্তে সাইফ রান তুলছিলেন। তবে অন্য প্রান্তে পড়েছে নিয়মিত উইকেট। পারভেজ হোসেন ১৯ বলে ২১, তাওহিদ হৃদয় ১০ বলে ৭, শামীম হোসেন ১১ বলে ৯ এবং জাকের আলী রানআউট হন।
সতীর্থদের এমন আসা যাওয়ার মিছিল দেখেও সাইফ
নিজের জায়গায় ঠায় দাঁড়িয়ে ছিলেন। খেলেছেন ৫১ বলে ৬৯ রানের ইনিংস। তার ব্যাটে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা। তবে দলকে জয়ের পথে নিতে পারেননি তিনি। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন সাইফ। শেষ পর্যন্ত মোস্তাফিজুর রহমানের আউটে শেষ হয় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশ ম্যাচটা হারে ৪১ রানের বিশাল ব্যবধানে।