আদমদীঘিতে ৭৭ পিস ট্যাপেন্টাডলসহ চারজন গ্রেপ্তার

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:৫৬
photo

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদমদীঘির উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

 

গ্রেপ্তারকৃতরা হলো,  আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দত্তবাড়িয়া গ্রামের জহুরুল মন্ডলের ছেলে নাসির মন্ডল (২৬), একই উপজেলার মন্ডবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৪), মুরইল তালুকদারপাড়ার তছির মন্ডলের ছেলে মিরাজ মন্ডল (২৩) ও আল মাহমুদের ছেলে আল সাফা (২২)।
 

পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান কালে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার মুরইল-সাওইল সড়কের দত্তবাড়িয়া এলাকা থেকে মাদক বেচা কেনার সময় মাদক কারবারি নাসির মন্ডলকে নেশার ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্টেশন-সুদিন গ্রামের রাস্তা থেকে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওমর ফারুককে এবং নসরতপুরগামী রাস্তা থেকে মিরাজ মন্ডল ও আল সাফাকে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক আইনে মামলা রুজু করে গতকাল সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন