এসএসসিতে শিক্ষা বোর্ড বৃত্তি পেল পলাশবাড়ীর তাথৈ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৮:৩৬
photo

পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ -২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে ‘সাধারণবৃত্তি’ পেয়েছে অম্বিকা মালাকার তাথৈ।
 

গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের গ্রীনফিন্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে তাথৈ। সে পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক অমলেশ কুমার মালাকার ও গ্রিনফিন্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষক কামনা মালাকার দম্পতির একমাত্র মেয়ে।
 

তার এই সাফল্যের জন্য তার পরিবার অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ তার সকল শিক্ষাগুর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামীতে আরো ভাল ফলাফলের জন্য তাথৈ সকলের কাছে আশীবার্দ প্রার্থী। সে ভবিষ্যতে চিকিৎসা শাস্ত্রে উচ্চতর ডিগ্রি নিয়ে মানবতার সেবায় নিয়োজিত হতে আগ্রহী।

শেয়ার করুন