জামালপুর র‌্যাব ১৪ অভিযানে ১৬ লক্ষ টাকার মদসহ ২ জন গ্রেফতার।

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৯:১৬
photo


 

শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর।।

 

রোববার ৪জানুয়ারি ভোর রাতে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩৬৯ বোতল ভারতীয়  মদ ও একটি মোটরসাইকেলসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।
 

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়।
র্্যাব জানায়- সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ সব ধরনের অপরাধ দমনে র্্যাবসহ  ফোর্সেস আপসহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন মোঃ শামিম আহম্মেদ (২০) এবং মোঃ ছামিদুল ইসলাম সাব্বির (১৯)। র‌্যাব সদস্যরা তাদের হেফাজত থেকে ৩৬৯ বোতল বিদেশি মদ ও একটি সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধার হওয়া বিদেশি মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা এবং মোটরসাইকেলের মূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা। 

 

গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
 

 

 

শেয়ার করুন