জামালপুরে ৫ টি আসনে ২৬ জনের মনোনয়ন বৈধ এবং ২০ জনের বাতিল।

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৯:০৪
photo

শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরে প্রথম দিনে ৩টি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই-বাছাইয়ে ১২ প্রার্থীকে বৈধ বলে ঘোষণা করা হয় এবং ১২ জন প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বাতিল হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সকাল থেকে বিকেল পর্যন্ত জামালপুর-১, জামালপুর-২ ও জামালপুর-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়।

 

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ‘জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী এ এস এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র বৈধ হয়েছে বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজমুল হক সাঈদী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রউফ তালুকদারের মনোনয়নপত্র।

 

জামালপুর-২ (ইসলামপুর) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৬জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী অর্নব ওয়ারেস খান, মীর শরিফ হাসান লেলীন, শরিফুল ইসলাম খান ও শওকত হাসান মিয়া এবং জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন ও মোস্তফা আল মাহমুদ।

 

বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির মো. সুলতান মাহমুদ বাবু, জামায়াতে ইসলামীর ড. ছামিউল হক ফারুকী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদের মনোনয়নপত্র।
 

জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল এবং ছয়জনের বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির মো. মোস্তাফিজুর রহমান বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনসারী, জাতীয় পার্টির মীর সামসুল আলম, গণঅধিকার পরিষদের লিটন মিয়া ও মো. রুবেল মিয়া এবং গণসংহতি আন্দোলনের ফিদেল নঈম।

 

মনোনয়ন ত্রুটির কারণে যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী ও মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, জামায়াতে ইসলামীর মো. মুজিবুর রহমান আজাদী, ফারজানা ফরিদ, শিবলুল বারী রাজু এবং এ এস এম শাহীনুর রহমান।
 

 

জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, ৩টি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১২ জনের বাতিল করা হয়েছে।

 

জানা যায়, জামালপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র ১০ জন সমর্থকের মধ্যে ১ জনের স্বাক্ষর এনআইডির সাথে মিল না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং জামায়াতের প্রার্থী মো. মুজিবুর রহমান আজাদী’র মনোনয়ন ফর্মে প্রস্তাবক ও সমর্থকের স্মাক্ষর প্রার্থী নিজেই দিয়েছেন বলে জেলা রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়ন বাতিল করেন।

 

অপরদিকে আজ রোববার ৪ জানুয়ারি 
জামালপুর ৪ ও ৫ সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
 

জামালপুর-৫ (সদর) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনসহ মোট ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন খানসহ ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
 

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমসহ ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। এ আসনে জাতীয় পার্টির দুই প্রার্থীসহ মোট ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
 

 

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী জানান, জামালপুর জেলার ৫টি সংসদীয় আসনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে ২৬ জনের মনোনয়ন বৈধ এবং ২০ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে
শাহ আলী বাচ্চু 
 

 

শেয়ার করুন