অফিস ডেস্ক
প্রেস বিজ্ঞপ্তি:-০৪ জানুয়ারি ২০২৬ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুভমেন্ট ফর প্যালেস্টাইন বাংলাদেশ এর প্রধান সমন্বয়কারী মোঃ হারুন অর রশিদ খান বলেন, ভেনেজুয়েলার বিশাল তেল রিজার্ভ দখলের চক্রান্ত ও নিয়ন্ত্রণ,মার্কিন জ্বালানি নিরাপত্তা ও ডি ডলারাইজেশনের কারণে ভঙ্গুর মার্কিন অর্থনিতিকে পুনরায় শক্তিশালি, আন্তর্জাতিক ভাবে শক্তি প্রদর্শনের প্রয়াসে ভেনেজুয়েলা সার্বভৌম রাষ্ট্রের ক্ষমতাসিন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রি সিলিয়া ফ্লোরেসকে সামরিক শক্তি দিয়ে আটক করে জোরপূর্বক নিউইয়র্কে নিয়ে যাওয়ার গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছি।
আন্তর্জাতিক রীতি অনুযায়ি ক্ষমতাসীন এক দেশের রাষ্ট্রপ্রধান অন্য দেশের জাতিয় আদালতের এখতিয়ারের বহির্ভূত থাকেন, যাকে বলা হয় রাষ্ট্রপ্রধানের দায় মুক্তি।
ভেনিজুয়েলার সার্বভৌম রাষ্ট্রের ক্ষমতাসিন রাষ্ট্রপতিকে গ্রেফতার করে জোরপূর্বক নিউইয়র্কে নিয়ে যাওয়া, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসি কর্মকান্ড আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্বের মৌলিক নিতি ও জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন।
যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসি পদক্ষেপ সারা পৃথিবিতে আমেরিকান নাগরিকদের অনিরাপদ করে তুলবে ।
আমরা অবিলম্বে এই ঘটনার বিরুদ্ধে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে ভেনিজুয়েলার সার্বভৌমত্ব রক্ষা, অবিলম্বে ভেনিজুয়েলার রাষ্ট্রপতিকে সসম্মানে ফেরত দান ও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের করার আহ্বান জানাচ্ছি।
বার্তা প্রেরক,কে এম খায়রুল ইসলাম,কোঅর্ডিনেটর
মুভমেন্ট ফর প্যালেস্টাইন বাংলাদেশ