শীতে জুবুথুবু দিনাজপুর

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৭:৩৭
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-উত্তরের জেলা দিনাজপুরে শীতের দাপট আরও জোরালো হয়ে উঠেছে। কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় জনজীবন কার্যত জুবুথুবু অবস্থায় রয়েছে।

 

রোববার (৪ জানুয়ারি) ভোর থেকেই ঘন কুয়াশা দিনাজপুরকে আচ্ছন্ন করে রাখে। শীতল বাতাসের সঙ্গে কুয়াশার প্রভাবে সকাল থেকেই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে।

 

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আদ্রতা ছিল প্রায় ৯০ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে। 

 

কুয়াশা ও ঠান্ডার কারণে সকালবেলায় সড়কে যানবাহন চলাচল ধীরগতিতে চলে এবং অনেক স্থানে দৃশ্যমানতা কমে যায়।

 

পরে সকাল ৯টায় আবহাওয়া অফিস থেকে জানানো হয়, আজকের চূড়ান্ত (ফাইনাল) সর্বনিম্ন তাপমাত্রাও ১১.৬ ডিগ্রি সেলসিয়াসেই স্থির রয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

টানা শীতের প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ, শিশু ও বয়স্করা। শীত থেকে রক্ষা পেতে অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। খেটে খাওয়া মানুষদের দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটছে। শীত মোকাবিলায় সাধারণ মানুষের মধ্যে গরম পোশাক, কম্বল ও অন্যান্য শীতবস্ত্র ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

 

 

শেয়ার করুন