অফিস ডেস্ক
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হাকিমপুর থানার হিলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
রোববার (৪ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুত্রে জানা যায় , জিআর-৩৬৭/১৮ (হাকিমপুর) মামলায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার ৭(ক) উপধারায় ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ মাইনুল ইসলাম (২৫), পিতা, মৃত শাহজাহান, সাং মধ্যবাসুদেবপুর (রাজধানী মোড়), থানা, হাকিমপুর, জেলা, দিনাজপুরকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।