অফিস ডেস্ক
বগুড়া অফিস:-জামায়াতে ইসলামী বগুড়া শহর আমীর ও বগুড়া-৬ সদর আনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, মানুষের তৈরী করা মতবাদে কোন দিন সমাজে শান্তি আসবে না। আল্লাহর আইন ও সৎ লোকের শাসনে সমাজে শান্তি আসবে।
একবার জনগনের রায়ে সুযোগ পেলে ৫ বছরের মধ্যেই দেশকে সন্ত্রাস দুর্নীতি ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তুলবো। স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও কোন সরকার দেশকে একটি বৈষম্যহীন দুর্নীতি দুঃশাসন ও অপরাধমুক্ত করে গড়ে তুলতে পারেনি। কুরআনের আইন প্রতিষ্ঠা হলেই সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় হবে আমাদের প্রধান কাজ।
একই সাথে তিনি রবিবার বিকেলে বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। ইউনিয়ন আমির আরিফুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মিনহাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর মানব সম্পদ সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, শহর শিবিরের সভাপতি খন্দকার হাবিবুল্লাহ, সরকারী আজিজুল হক কলেজ ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
তিনি দলীয় নেতা কর্মীদের সকল ভোটারের দ্বারে দ্বারে যাওয়ার আহবান জানান।