কেউ রাস্তার জায়গা দিতে অস্বীকৃতি জানালে করণীয় কী?

প্রশ্ন-উত্তর
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৬:৫২
photo

৭১ ভিশন ডেস্ক:- প্রশ্ন : একজনের রেকর্ডের জমির ওপর দিয়ে ৩০ ঘর মানুষের যাতায়াত। বাংলাদেশ স্বাধীনতার পর বা তারও আগে থেকে এ যাতায়াত রাস্তা চলমান। এখন সে যাতায়াতের রাস্তা দিতে চাচ্ছে না, আবার রাস্তার জন্য জমি বিক্রিও করতে চাচ্ছে না। তাহলে ইসলামের দৃষ্টিতে কী করণীয়?

-গোলাম খালেক, রাজবাড়ী

উত্তর : প্রশ্নোক্ত অবস্থায় ওই ঘরওয়ালাদের যদি অন্য কোনো রাস্তা থাকে, তাহলে ওই জমির ওপর দিয়ে চলাচল করা যাবে না।


আর যদি অন্য কোনো রাস্তা না থাকে, তাহলে আইন-আদালতের সহায়তায় প্রয়োজন পরিমাণ জায়গা ন্যায্য মূল্যে তার কাছ থেকে ক্রয় করে নেবে এবং তারা ওই পরিমাণ জায়গা বিক্রি করতে বা বদল করতে তাকে বাধ্য করতে পারবে।
(রদ্দুল মুহতার : ১০/৫০৭, হাশিয়াতুত তাহতাভি : ৪/৩৫৯, হিন্দিয়া : ৫/৪৫৪, ফাতাওয়া কাজি খান : ৪/২৪৫)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।


কালের কণ্ঠে

শেয়ার করুন